ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

বিশ্বকাপে প্রাণের সঞ্চার

বিগত তিন-চার দিনের তুলনায় আজ সন্ধ্যার কর্ণিশ এলাকা একটু ভিন্ন। স্থানীয় সময় সন্ধ্যা থেকেই কর্ণিশ মেট্রোর সামনে ভিড়। সবাই ছুটছেন ফিফা ফ্যান ফেস্টিভ্যালের দিকে। চারিদিকে উৎসবের আমেজ। সময় যত গড়াচ্ছিল উৎসবের রং ততই বাড়ছিল। কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি ফিফা ফ্যান জোন রয়েছে। কর্ণিশ চত্বরের জোনটিই মূলত আসল।

আজ লক্ষাধিক সমর্থকের আগমন ছিল এই ফিফা জোনে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে ফিফা ফ্যান ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। এক মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যের সম্বোধন করেছেন আরবিতে ‘আহলান, সাহলান কাতার’। ফিফা ফ্যান ফেস্টিভ্যালকে তিনি বিশ্বকাপের প্রাণ বলে আখ্যায়িত করেছেন। ফিফা সভাপতির সঙ্গে উদ্বোধনী মঞ্চে ছিলেন এই বিশ্বকাপের অন্যতম দূত ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও।

লক্ষাধিক সমর্থকের মধ্যে কাতারে অবস্থান করা প্রবাসীর সংখ্যাই বেশি চোখে পড়েছে। এর বাইরে সর্বোচ্চ উপস্থিতি ছিল ল্যাতিন আমেরিকানদের। ফিফা ফ্যান ফেস্টে আর্জেন্টিনার সমর্থকই বেশি দেখা গেছে ব্রাজিলের তুলনায়। আমেরিকা অঞ্চলের অন্য দেশ মেক্সিকো এবং চিলিরও উল্লেখ সংখ্যক দর্শক ছিল। আমেরিকার পর দর্শক উপস্থিতি বেশি ছিল আফ্রিকার। সেই তুলনায় ইউরোপের দর্শক তেমন পরিলক্ষিত হয়নি। হল্যান্ড ও স্পেন ছাড়া অন্য দেশের জার্সি পড়া কাউকে সেভাবে দেখা যায়নি।

হল্যান্ডের সমর্থক অসাস্টিনের এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা। অন্য বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপের মধ্যে তিনি তেমন পার্থক্য দেখেন না, ‘এখানে ভালোই উৎসব হচ্ছে। পার্থক্য শুধু এবার একটি শহরেই খেলা। এছাড়া তেমন কিছু নয়।’

স্টেডিয়ামে প্রবেশের আগে অ্যালকোহল কিংবা বিয়ার নিষিদ্ধ করেছে কাতার ও ফিফা। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। ফিফা ফ্যান ফেস্টিভ্যালে অ্যালকোহল রয়েছে। বিভিন্ন দেশের সমর্থকরা অ্যালকোহল পান করছেন। ব্রাজিল-আর্জেন্টিনার দর্শকরা একসঙ্গে বিয়ারে চুমুক দিয়ে মেসি-নেইমার চিৎকার করে মাতিয়ে তুলেন ফেস্টিভ্যাল চত্বর।

অ্যালকোহলের পাশাপাশি স্বল্প পোষাকধারীদের ওপরও বিধি-নিষেধ ছিল কাতারের। ফ্যান ফেস্টিভ্যালে খুব বেশি স্বল্প পোষাকধারী সমর্থক ছিলেন না। ল্যাতিন ও ইউরোপের স্বাভাবিক পোষাকে ছিলেন বেশিরভাগই।

ফিফা সভাপতি দশ সেকেন্ড কাউন্টডাউন করেন। দশ সেকেন্ড পরেই লাখো করতালিতে ফ্যান ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। উদ্বোধনের পর বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া’ বাজতে শুরু করে। এরপর চলতে থাকে আরও অনেক সংগীত। বিগত বিশ্বকাপের চেয়ে এই সংগীত সমর্থকদের টেনেছে খানিকটা কমই। তারা নিজেদের মতো করেই বিশ্বকাপের আগমন উদযাপন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

বিশ্বকাপে প্রাণের সঞ্চার

আপডেট সময় ১০:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

বিগত তিন-চার দিনের তুলনায় আজ সন্ধ্যার কর্ণিশ এলাকা একটু ভিন্ন। স্থানীয় সময় সন্ধ্যা থেকেই কর্ণিশ মেট্রোর সামনে ভিড়। সবাই ছুটছেন ফিফা ফ্যান ফেস্টিভ্যালের দিকে। চারিদিকে উৎসবের আমেজ। সময় যত গড়াচ্ছিল উৎসবের রং ততই বাড়ছিল। কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি ফিফা ফ্যান জোন রয়েছে। কর্ণিশ চত্বরের জোনটিই মূলত আসল।

আজ লক্ষাধিক সমর্থকের আগমন ছিল এই ফিফা জোনে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে ফিফা ফ্যান ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। এক মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যের সম্বোধন করেছেন আরবিতে ‘আহলান, সাহলান কাতার’। ফিফা ফ্যান ফেস্টিভ্যালকে তিনি বিশ্বকাপের প্রাণ বলে আখ্যায়িত করেছেন। ফিফা সভাপতির সঙ্গে উদ্বোধনী মঞ্চে ছিলেন এই বিশ্বকাপের অন্যতম দূত ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও।

লক্ষাধিক সমর্থকের মধ্যে কাতারে অবস্থান করা প্রবাসীর সংখ্যাই বেশি চোখে পড়েছে। এর বাইরে সর্বোচ্চ উপস্থিতি ছিল ল্যাতিন আমেরিকানদের। ফিফা ফ্যান ফেস্টে আর্জেন্টিনার সমর্থকই বেশি দেখা গেছে ব্রাজিলের তুলনায়। আমেরিকা অঞ্চলের অন্য দেশ মেক্সিকো এবং চিলিরও উল্লেখ সংখ্যক দর্শক ছিল। আমেরিকার পর দর্শক উপস্থিতি বেশি ছিল আফ্রিকার। সেই তুলনায় ইউরোপের দর্শক তেমন পরিলক্ষিত হয়নি। হল্যান্ড ও স্পেন ছাড়া অন্য দেশের জার্সি পড়া কাউকে সেভাবে দেখা যায়নি।

হল্যান্ডের সমর্থক অসাস্টিনের এ নিয়ে চতুর্থ বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা। অন্য বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপের মধ্যে তিনি তেমন পার্থক্য দেখেন না, ‘এখানে ভালোই উৎসব হচ্ছে। পার্থক্য শুধু এবার একটি শহরেই খেলা। এছাড়া তেমন কিছু নয়।’

স্টেডিয়ামে প্রবেশের আগে অ্যালকোহল কিংবা বিয়ার নিষিদ্ধ করেছে কাতার ও ফিফা। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। ফিফা ফ্যান ফেস্টিভ্যালে অ্যালকোহল রয়েছে। বিভিন্ন দেশের সমর্থকরা অ্যালকোহল পান করছেন। ব্রাজিল-আর্জেন্টিনার দর্শকরা একসঙ্গে বিয়ারে চুমুক দিয়ে মেসি-নেইমার চিৎকার করে মাতিয়ে তুলেন ফেস্টিভ্যাল চত্বর।

অ্যালকোহলের পাশাপাশি স্বল্প পোষাকধারীদের ওপরও বিধি-নিষেধ ছিল কাতারের। ফ্যান ফেস্টিভ্যালে খুব বেশি স্বল্প পোষাকধারী সমর্থক ছিলেন না। ল্যাতিন ও ইউরোপের স্বাভাবিক পোষাকে ছিলেন বেশিরভাগই।

ফিফা সভাপতি দশ সেকেন্ড কাউন্টডাউন করেন। দশ সেকেন্ড পরেই লাখো করতালিতে ফ্যান ফেস্টিভ্যালের উদ্বোধন হয়। উদ্বোধনের পর বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া’ বাজতে শুরু করে। এরপর চলতে থাকে আরও অনেক সংগীত। বিগত বিশ্বকাপের চেয়ে এই সংগীত সমর্থকদের টেনেছে খানিকটা কমই। তারা নিজেদের মতো করেই বিশ্বকাপের আগমন উদযাপন করেছেন।