কাতার বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে বিশ্ব! তার আগে চলছে নানা হিসাব নিকাশ। কারা এগিয়ে এনিয়ে চলছে সমীকরণ। তার আগে ধারাবাহিক প্রতিবেদনে চলুন দেখে নেই ৩২ দলের বিশ্বকাপ রেকর্ড। এখানে থাকছে আর্জেন্টিনার রেকর্ডগুলো।
১. আর্জেন্টিনা
সর্বোচ্চ সেরা পারফরম্যান্স- চ্যাম্পিয়ন ( ১৯৭৪ ও ৭৮)
বিশ্বকাপে অংশগ্রহণ- ১৮ বার
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ – ১৯৩০ সাল (রানার্স আপ)
বিশ্বকাপে প্রথম স্বাগতিক-১৯৭৮ সাল
সর্বশেষ বিশ্বকাপে অংশগ্রহণ –২০১৮ (দ্বিতীয় পর্ব)
পরিসংখ্যান ও ফ্যাক্ট-
কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য টানা ১৩ বার অংশগ্রহণ। ১৯৭৪ জার্মানি বিশ্বকাপ থেকে প্রতি আসরেই খেলেছে দলটি। ১৩ বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনা মাত্র একবার গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে।