এক যুগ আগেই বিশ্বকাপের স্বাগতিক হিসেবে নাম প্রকাশ হয়েছে কাতারের। তখন থেকেই চলছে সমালোচনা। সেই সমালোচনার ঢেউয়ে অবশ্য ফিফার রাজস্ব আয় কমছে না।
আজ ফিফা সভাপতি তার প্রেস কনফারেন্সে এই বিশ্বকাপে তাদের লাভের কথা বলেছেন, ‘এই বিশ্বকাপে ফিফার আয় অন্য বিশ্বকাপের চেয়ে বেশি হবে। অতিরিক্ত রাজস্বের পরিমাণ ৫-৬ মিলিয়ন বেশি।’ এটা ফিফার সদস্যভুক্ত দেশগুলোর জন্য ভালো খবর, ‘আগামীকাল ফিফা সামিট রয়েছে। সেখানে সকল দেশকে আমি এটা অবহিত করব। অবশ্যই এটা সবার জন্য দারুন খবর’ বলেন ফিফা সভাপতি।
বিশ্বকাপ থেকে ফিফার লভ্যাংশ সাধারণত ফুটবল কমিউনিটিতে বন্টন করা হতো। এবার সেটা বন্টন হবে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায়, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের শিক্ষার বিষয়টি জোর দিয়েছি। কিছু দিন আগে ভারতে অনেক শিশুকে পড়াশোনার জন্য কয়েক মিলিয়ন অর্থ বরাদ্দ দিয়েছি। আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাতারও সহযোগিতা করেছে। তারা আমাদের এই প্রস্তাবে সম্মত হওয়ায় আমরা এই উদ্যোগ নিতে পেরেছি।’
এতো সমালোচনার পরেও ফিফার প্রতি স্পন্সরদের আস্থা রয়েছে বলে মনে করেন ফিফা সভাপতি, ‘আমাদের প্রতি যে আস্থা রয়েছে সেটারই প্রমাণ এই রাজস্ব বৃদ্ধি।’