শহর: আল-রাইয়ান
আসন সংখ্যা: ৪০ হাজার
ম্যাচ সংখ্যা: ৮ (গ্রুপ পর্ব ৬, দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার এক)
দোহা থেকে দূরত্ব: ৮ কিলোমিটার
দোহার পশ্চিমাঞ্চলে আল-রাইয়ান শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এই স্টেডিয়ামটি অবস্থিত। আল রাইয়ান শহরকে শিক্ষা নগরীও বলা যায়। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই আল রাইয়ানে। দোহা থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরত্ব। এই স্টেডিয়ামে দর্শকরা মেট্রো ব্যবহার করতে পারবে।
২০১৯ সালে এই স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০২০ সালে এই স্টেডিয়াম উদ্বোধন হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের কিছু ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামের নির্মাণ শৈলী ইসলামি ধাঁচের। ইসলামি কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই স্টেডিয়াম নির্মাণে।