ম্যাচ সংখ্যা: ৯ (গ্রুপ পর্ব ৬, দ্বিতীয়, কোয়ার্টার ও সেমি ১)
আসনসংখ্যা: ৬০ হাজার
দোহা থেকে দূরত্ব: ৪০ কিলোমিটার উত্তরে
লুসাইল স্টেডিয়ামের পর সবচেয়ে বেশি আল বাইতে। এই স্টেডিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের ৬টি, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ও সেমিফাইনাল একটি করে। দোহার ৪০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় অন্যতম ব্যস্ত শহর আল-খোর। দোহার প্রাণকেন্দ্র থেকে এই ভেন্যুর দূরত্বই সবচেয়ে বেশি। আল-খোর থেকে রাজধানী দোহায় দ্রুত পৌঁছানোর জন্য মেট্রো রেল রয়েছে।
২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি আল-খোরের আল-বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের স্পেন জার্মানির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যুও এটি। দ্বিতীয় রাউন্ডের একটি, কোয়ার্টার ফাইনালের একটি ও দ্বিতীয় সেমিফাইনাল এই মাঠেই অনুষ্ঠিত হবে। বেদুইন তাবুর আদলে এই স্টেডিয়ামটি নির্মান করা হয়েছে।
বিশ্বকাপের পর স্টেডিয়ামটির ছাদ সরিয়ে ফেলবে কাতার। এটি উন্নয়নশীল কোনো দেশকে দেবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কাতার। যাতে উন্নয়নশীল দেশটির ক্রীড়াক্ষেত্রে উপকার হয়। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামটি পাঁচ তারকা হোটেলে রুপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।