ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের বিশাল মানববন্ধন রাজউক কর্মচারী কামরুলের দু’দপ্তরে হাজিরা সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ । তারেক রহমানের বার্তা নিয়ে শেরপুরে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি কুমিল্লায় ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক কমিটি ঘোষণা ভারত-বিরোধিতার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

২০১৫ সালের ১৮ নভেম্বর ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে সঙ্গী করে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। চ্যানেলটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’

এ সময় আবুল হায়াত জানান, দীপ্তর কোনো নাটকে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তারপরও দীপ্ত টিভি দর্শকের জায়গা থেকে তার অভিনয় ও কাজে মূল্যায়ন করেছে; এতে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কিনা, আমার মনে পড়ছে না। তারপরও সেই টেলিভিশন সম্মানিত করছে, এটা অনেক বড় অর্জন। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যারা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’

জানা গেছে, এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। এ ছাড়া থাকছে ব্যান্ডদল অবসকিউর ও পার্থিবের পরিবেশনা। আয়োজনটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব। পুরো আয়োজনটি আজ সন্ধ্যা ৭টা থেকে সরাসরি প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের বিশাল মানববন্ধন

আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত

আপডেট সময় ০৯:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

২০১৫ সালের ১৮ নভেম্বর ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে সঙ্গী করে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। চ্যানেলটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ পাচ্ছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

আবুল হায়াত বলেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’

এ সময় আবুল হায়াত জানান, দীপ্তর কোনো নাটকে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তারপরও দীপ্ত টিভি দর্শকের জায়গা থেকে তার অভিনয় ও কাজে মূল্যায়ন করেছে; এতে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কিনা, আমার মনে পড়ছে না। তারপরও সেই টেলিভিশন সম্মানিত করছে, এটা অনেক বড় অর্জন। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যারা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’

জানা গেছে, এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। এ ছাড়া থাকছে ব্যান্ডদল অবসকিউর ও পার্থিবের পরিবেশনা। আয়োজনটি উপস্থাপনা করবেন রুহানি সালসাবিল লাবণ্য ও রাফসান সাবাব। পুরো আয়োজনটি আজ সন্ধ্যা ৭টা থেকে সরাসরি প্রচার করবে টেলিভিশন চ্যানেলটি।