ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি কুমিল্লায় ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক কমিটি ঘোষণা ভারত-বিরোধিতার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন পশ্চিমা আদর্শ-সংস্কৃতির বিষয়ে যে সতর্কবার্তা দিলেন বায়তুল মোকাররমের খতিব পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

আইপিএলে কাকে কোচ হিসাবে চাইছে দিল্লি, জানালেন রিকি পন্টিং

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রিকি পন্টিং। আগামী মৌসুমে কাকে কোচ করতে চাইছে সৌরভ গাঙ্গুলীদের দল, তা নিয়ে কথা বলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সাত বছর দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন। একবার দলকে ফাইনালে তোলা ছাড়া তেমন কোনো সাফল্য দিতে পারেননি তিনি। গত তিন বছর প্লে-অফে ওঠেনি তার দল দিল্লি। গত আইপিএলের পর দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন সাবেক এ অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

সম্প্রতি আইসিসির একটি ভিডিওতে রিকি পন্টিং বলেছেন, আগামী মৌসুমে ভারতীয় কোচকে দায়িত্ব দিতে চাইছে দিল্লি। হয়তো দেখতে পাবেন যে, আগামী মৌসুমে দিল্লির দায়িত্বে কোনো এক ভারতীয় কোচ থাকবে। আমার সঙ্গে ওদের সেই কথাই হয়েছিল।

কী কারণে দিল্লির কোচের দায়িত্ব ছেড়েছেন সে কথা জানিয়ে রিকি পন্টিং বলেন, ওরা স্পষ্ট করে দিয়েছিল যে, এমন একজনকে কোচ হিসাবে চায় যে দলকে আরও বেশি সময় দিতে পারবে। শুধু আইপিএলের সময় নয়, বাকি সময়েও ভারতে থাকে। স্থানীয় ক্রিকেটার তুলে আনার কাজ করে। আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব নয়, সে কারণে আমি দায়িত্ব ছেড়েছি। একজন ভারতীয় কোচই এতটা সময় দিতে পারবে। তাই ওরা ভারতীয় কোচ খুঁজছে। যদিও কারও সঙ্গে দিল্লির কথা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি সাবেক এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

দিল্লির দায়িত্ব ছাড়লেও আইপিএলে কোচিং করাতে চান রিকি পন্টিং। এখনো অবশ্য কোনো দল তাকে প্রস্তাব দেয়নি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, আমি আইপিএলে আবার কোচিং করাতে চাই। আইপিএলে অনেক কিছু শেখা যায়। কোচ হিসাবে মুম্বাইকে আইপিএল জিতিয়েছি। নিজের ওপর বিশ্বাস আমার আছে। কিন্তু এখনো কোনো দলের সঙ্গে কথা হয়নি।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত

আইপিএলে কাকে কোচ হিসাবে চাইছে দিল্লি, জানালেন রিকি পন্টিং

আপডেট সময় ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রিকি পন্টিং। আগামী মৌসুমে কাকে কোচ করতে চাইছে সৌরভ গাঙ্গুলীদের দল, তা নিয়ে কথা বলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সাত বছর দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন। একবার দলকে ফাইনালে তোলা ছাড়া তেমন কোনো সাফল্য দিতে পারেননি তিনি। গত তিন বছর প্লে-অফে ওঠেনি তার দল দিল্লি। গত আইপিএলের পর দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন সাবেক এ অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

সম্প্রতি আইসিসির একটি ভিডিওতে রিকি পন্টিং বলেছেন, আগামী মৌসুমে ভারতীয় কোচকে দায়িত্ব দিতে চাইছে দিল্লি। হয়তো দেখতে পাবেন যে, আগামী মৌসুমে দিল্লির দায়িত্বে কোনো এক ভারতীয় কোচ থাকবে। আমার সঙ্গে ওদের সেই কথাই হয়েছিল।

কী কারণে দিল্লির কোচের দায়িত্ব ছেড়েছেন সে কথা জানিয়ে রিকি পন্টিং বলেন, ওরা স্পষ্ট করে দিয়েছিল যে, এমন একজনকে কোচ হিসাবে চায় যে দলকে আরও বেশি সময় দিতে পারবে। শুধু আইপিএলের সময় নয়, বাকি সময়েও ভারতে থাকে। স্থানীয় ক্রিকেটার তুলে আনার কাজ করে। আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব নয়, সে কারণে আমি দায়িত্ব ছেড়েছি। একজন ভারতীয় কোচই এতটা সময় দিতে পারবে। তাই ওরা ভারতীয় কোচ খুঁজছে। যদিও কারও সঙ্গে দিল্লির কথা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি সাবেক এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

দিল্লির দায়িত্ব ছাড়লেও আইপিএলে কোচিং করাতে চান রিকি পন্টিং। এখনো অবশ্য কোনো দল তাকে প্রস্তাব দেয়নি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, আমি আইপিএলে আবার কোচিং করাতে চাই। আইপিএলে অনেক কিছু শেখা যায়। কোচ হিসাবে মুম্বাইকে আইপিএল জিতিয়েছি। নিজের ওপর বিশ্বাস আমার আছে। কিন্তু এখনো কোনো দলের সঙ্গে কথা হয়নি।