ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের বিশাল মানববন্ধন রাজউক কর্মচারী কামরুলের দু’দপ্তরে হাজিরা সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ । তারেক রহমানের বার্তা নিয়ে শেরপুরে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি কুমিল্লায় ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টের ৬দলের জার্সি উন্মোচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক কমিটি ঘোষণা ভারত-বিরোধিতার অভিযোগ নিয়ে আনন্দবাজারকে যা বললেন জামায়াত আমির ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেফতার পটুয়াখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

মেসিকে এখন যে কেউই সহজে আটকে দিতে পারে: ভালেন্সিয়া

আগামীকাল কোপা আমেরিকার ফাইনালের আগেই ফের আলোচনায় লিওনেল মেসি। এবার কলম্বিয়ার সাবেক কলম্বিয়ান সাবেক এই স্ট্রাইকার ভালেন্সিয়ার বলেছেন, সোজা কথা, মেসিকে এখন যে কেউই মার্ক করতে পারে!

এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখন পর্যন্ত তেমন মুগ্ধতা ছড়াতে না পারলেও জিতে গেছে নিয়মিত। অবশ্য আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত পথটাও সহজ ছিল। সে তুলনায় কলম্বিয়া কঠিনতম এক পথ পেরিয়ে এসেছে। ব্রাজিলের গ্রুপ থেকে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে হারিয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট উরুগুয়েকে!

হামেস রদ্রিগেস, লুইস দিয়াসদের কলম্বিয়া দলটা ২৮ ম্যাচ ধরে অপরাজিত, শক্তিতে-গতিতে-বল পায়ে দক্ষতায়ও দারুণ। সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার ফাইনালটা কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে বলেই ধরে নিচ্ছেন সবাই।

কিন্তু আর্জেন্টিনা কতটা কঠিন পরীক্ষা হবে কলম্বিয়ার জন্য? লিওনেল স্কালোনির দল সর্বশেষ কোপা আমেরিকা আর বিশ্বকাপ জিতেছে, তাদের দলে মেসি, দি মারিয়া আছেন। তবু আদোলফো ভালেন্সিয়ার মনে হচ্ছে, এই আর্জেন্টিনাকে হারানো কলম্বিয়ার জন্য একেবারে কঠিন কাজ নয়।

আর্জেন্টিনারই সংবাদমাধ্যম তে ই সে স্পোর্তে ভালেন্সিয়া বলেছেন, ‘জানি আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কঠিন। ওরা বিশ্বচ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, তবে এই ছেলেদেরও (কলম্বিয়ার খেলোয়াড়দের) কী বলবেন! ওরাও বেশ আত্মবিশ্বাসী।’

এরপর মেসিকে নিয়ে এল ভালেন্সিয়ার বিশ্লেষণ, ‘আমরা বার্সেলোনায় যে মেসিকে দেখেছি – যে কিনা ছয়-সাতজন খেলোয়াড়কেও কাটিয়ে ফেলত, ও এখন আর সেই মেসি তো নয়! ও গতি হারিয়েছে, গত কয়েক বছরে শক্তিও হারিয়েছে।’

শুধু মেসি নয়, দি মারিয়ার কথাও বললেন আলাদা করে, ‘…সে কারণে ওদের (কলম্বিয়ার) তরুণ খেলোয়াড়দের এটা মাথায় রাখতে হবে যে, ও (মেসি) আর আগের মেসি নেই। দি মারিয়াও আগের মতো নেই, যেমনটা আমরা ওকে ২৩, ২৪, ২৬, ২৭ বছর বয়সে দেখেছি। এটা একটা সুবিধা, এ সুবিধাটা আমাদের নিতে হবে।’

এরপরই মেসিকে নিয়ে ভালেন্সিয়ার কথাটা আর্জেন্টিনা ভক্তদের কষ্ট দেবে, ‘মেসিকে এখন যে কেউই সহজে আটকে দিতে পারবে! ও ক্যারিয়ারে যা করেছে, সেসবের প্রতি সম্মান রেখেই বলছি এটা।’ তবে এরপর মেসির প্রতি নিজের মুগ্ধতাও জানিয়েছেন, ‘সব সময়ই ওর ভক্ত আমি, খেলোয়াড় এবং মানুষ হিসেবে ওকে আমার খুব ভালো লাগে। কারণ ও এমন একজন পেশাদার খেলোয়াড় যে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। এটা ভালো লাগে আমার।’

নব্বইয়ের দশকের শুরুর দিকে বায়ার্ন মিউনিখে এক মৌসুম আর আতলেতিকো মাদ্রিদে এক মৌসুম খেলেছেন। ইউরোপের ক্লাব ফুটবল দিয়ে তাই তাকে চেনা যাবে না। তবে কলম্বিয়ার জার্সিতে তিনি দারুণ- ৩৭ ম্যাচে গোল করেছেন ১৪টি। কলম্বিয়ার দুঃস্বপ্ন হয়ে থাকা ১৯৯৪ বিশ্বকাপের দলে ছিলেন, পরের বিশ্বকাপেও খেলেছেন। আদোলফো ভালেন্সিয়া তাই বাইরের মানুষের কাছে তেমন পরিচিত না হলেও কলম্বিয়ায় বড় নাম

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের বিশাল মানববন্ধন

মেসিকে এখন যে কেউই সহজে আটকে দিতে পারে: ভালেন্সিয়া

আপডেট সময় ১০:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

আগামীকাল কোপা আমেরিকার ফাইনালের আগেই ফের আলোচনায় লিওনেল মেসি। এবার কলম্বিয়ার সাবেক কলম্বিয়ান সাবেক এই স্ট্রাইকার ভালেন্সিয়ার বলেছেন, সোজা কথা, মেসিকে এখন যে কেউই মার্ক করতে পারে!

এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনা এখন পর্যন্ত তেমন মুগ্ধতা ছড়াতে না পারলেও জিতে গেছে নিয়মিত। অবশ্য আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত পথটাও সহজ ছিল। সে তুলনায় কলম্বিয়া কঠিনতম এক পথ পেরিয়ে এসেছে। ব্রাজিলের গ্রুপ থেকে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে হারিয়েছে টুর্নামেন্টের আরেক ফেবারিট উরুগুয়েকে!

হামেস রদ্রিগেস, লুইস দিয়াসদের কলম্বিয়া দলটা ২৮ ম্যাচ ধরে অপরাজিত, শক্তিতে-গতিতে-বল পায়ে দক্ষতায়ও দারুণ। সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার ফাইনালটা কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে বলেই ধরে নিচ্ছেন সবাই।

কিন্তু আর্জেন্টিনা কতটা কঠিন পরীক্ষা হবে কলম্বিয়ার জন্য? লিওনেল স্কালোনির দল সর্বশেষ কোপা আমেরিকা আর বিশ্বকাপ জিতেছে, তাদের দলে মেসি, দি মারিয়া আছেন। তবু আদোলফো ভালেন্সিয়ার মনে হচ্ছে, এই আর্জেন্টিনাকে হারানো কলম্বিয়ার জন্য একেবারে কঠিন কাজ নয়।

আর্জেন্টিনারই সংবাদমাধ্যম তে ই সে স্পোর্তে ভালেন্সিয়া বলেছেন, ‘জানি আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কঠিন। ওরা বিশ্বচ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, তবে এই ছেলেদেরও (কলম্বিয়ার খেলোয়াড়দের) কী বলবেন! ওরাও বেশ আত্মবিশ্বাসী।’

এরপর মেসিকে নিয়ে এল ভালেন্সিয়ার বিশ্লেষণ, ‘আমরা বার্সেলোনায় যে মেসিকে দেখেছি – যে কিনা ছয়-সাতজন খেলোয়াড়কেও কাটিয়ে ফেলত, ও এখন আর সেই মেসি তো নয়! ও গতি হারিয়েছে, গত কয়েক বছরে শক্তিও হারিয়েছে।’

শুধু মেসি নয়, দি মারিয়ার কথাও বললেন আলাদা করে, ‘…সে কারণে ওদের (কলম্বিয়ার) তরুণ খেলোয়াড়দের এটা মাথায় রাখতে হবে যে, ও (মেসি) আর আগের মেসি নেই। দি মারিয়াও আগের মতো নেই, যেমনটা আমরা ওকে ২৩, ২৪, ২৬, ২৭ বছর বয়সে দেখেছি। এটা একটা সুবিধা, এ সুবিধাটা আমাদের নিতে হবে।’

এরপরই মেসিকে নিয়ে ভালেন্সিয়ার কথাটা আর্জেন্টিনা ভক্তদের কষ্ট দেবে, ‘মেসিকে এখন যে কেউই সহজে আটকে দিতে পারবে! ও ক্যারিয়ারে যা করেছে, সেসবের প্রতি সম্মান রেখেই বলছি এটা।’ তবে এরপর মেসির প্রতি নিজের মুগ্ধতাও জানিয়েছেন, ‘সব সময়ই ওর ভক্ত আমি, খেলোয়াড় এবং মানুষ হিসেবে ওকে আমার খুব ভালো লাগে। কারণ ও এমন একজন পেশাদার খেলোয়াড় যে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। এটা ভালো লাগে আমার।’

নব্বইয়ের দশকের শুরুর দিকে বায়ার্ন মিউনিখে এক মৌসুম আর আতলেতিকো মাদ্রিদে এক মৌসুম খেলেছেন। ইউরোপের ক্লাব ফুটবল দিয়ে তাই তাকে চেনা যাবে না। তবে কলম্বিয়ার জার্সিতে তিনি দারুণ- ৩৭ ম্যাচে গোল করেছেন ১৪টি। কলম্বিয়ার দুঃস্বপ্ন হয়ে থাকা ১৯৯৪ বিশ্বকাপের দলে ছিলেন, পরের বিশ্বকাপেও খেলেছেন। আদোলফো ভালেন্সিয়া তাই বাইরের মানুষের কাছে তেমন পরিচিত না হলেও কলম্বিয়ায় বড় নাম