টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সুরক্ষায় পটুয়াখালীতে সাড়ে তিন শতাধিক জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ এবং ২৫ জনকে ছানী ও ৬ জনকে নেত্রনালী অপারেশন করানো হয়েছে।
সোমবার (০৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।
মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট, পিডিও (পিচ ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি এর সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ইমাম রাগিব (এমবিবিএস)
এসময় পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, ইউপি সদস্য বাবুল হাওলাদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হাসিবুর রহমান বলেন, “আমরা সব সময়ই টেকসই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সহায়ক কর্মসূচি পালন করি। এছাড়াও সরকারি চলমান সেবাসমূহে মানুষের দাড় গোড়ায় পৌছে দিতে তথ্যের অবাধ প্রচার, দারিদ্র্যতা হ্রাস, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীকে সচেতনতা বৃদ্ধি ও তাদের অভিযোজন ক্ষমতা উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করছি। আমাদের সকল কর্মসূচী অন্তত ফলপ্রসূ ও টেকসই যা মানুষের শারিরীক, মানসিকতার উন্নয়ন ও অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে সহযোগিতা করে।”