চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে একটি শক্তিশালী গ্রুপ। তার বিরুদ্ধে কেন্দ্রে নালিশ দেয়াসহ বিভিন্ন গুজব ছড়াচ্ছেন। একসময় চট্টগ্রাম নগরে স্বেচ্ছাসেবক লীগ তেমন কোনো আওয়াজ ছিলো না। দেবাশীষ নাথ দেবুকে সভাপতি ও আজীজুর রহমান আজীজ নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে জৌলুসে ভরপুর হয়ে উঠে স্বেচ্ছাসেবক লীগ
। তাই চট্টগ্রাম নগরের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজীজকে ধ্বংস না করে উৎসাহ প্রেরণা দিয়ে এগিয়ে নিতে হবে। আজ হাজার হাজার যুবকের মুখে জয় বাংলার স্লোগান। নেতাকর্মীর মহানায়ক হচ্ছেন আজীজ। তিনি শুধুই দলের মধ্যে সীমাবদ্ধ না, করোনার সময়ে এই আজীজ নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন।
যেকোনো দুর্যোগে নিজেকে সাধারণ মানুষের জন্য উজাড় করেছেন। আজ তার সুন্দর কর্মকাণ্ড ধ্বংস করার পাঁয়তারা করছে একটি মহল। সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা ক্ষোভ জানিয়েছেন। কোনো জৌলুস ছিলো না। দীর্ঘ ২১ বছর পর ২০২২ সালের মার্চে দেবাশীষ নাথ দেবুকে সভাপতি ও আজিজুর রহমান আজীজকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার পর থেকে প্রাণ ফিরে পায় নগর স্বেচ্ছাসেবক লীগ
। সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের বিরুদ্ধে ভিত্তিহীন থানায় সাধারণ ডায়েরি করার প্রতিবাদ জানাচ্ছি। ছাত্ররাজনীতি শেষে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা স্বেচ্ছাসেবক লীগকে প্রাণবন্ত, গতিশীল, মানবিক সংগঠন রূপে চট্টলায় দাঁড় করিয়েছি। তাই একটি মহল প্রতিহিংসাপরায়ণ হয়ে আজীজের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে।
আমরা আইনগতভাবে ও রাজপথে তার দাঁতভাঙ্গা জবাব দিবো। নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজ বলেন, চট্টগ্রামের সবশ্রেণির মানুষ সাক্ষী আছে আজকের জৌলুসে ভরপুর স্বেচ্ছাসেবক লীগের আদ্যোপান্ত। আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন কোনো কিছু প্রচার করে আমাকে থামানো যাবে না। আমি এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে গড়া কর্মী।