ফরিদগঞ্জ উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
এই সময় এমপি মহোদয় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব খাজে আহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান জনাব আকবর হোসেন মনির,পুনরায় নির্বাচিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমকে বরণ করে নেন।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল।
বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খাজে আহমেদ মজুমদার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আকবর হোসেন মনির, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান,জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।