ভোলার বোরহানউদ্দিনে আলী আজম মুকুল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলা ফুটবল দল বনাম তজুমদ্দিন উপজেলা ফুটবল দল।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- ভোলা সদর উপজেলা ফুটবল দল, বোরহানউদ্দিন উপজেলা ফুটবল দল, দৌলতখান উপজেলা ফুটবল দল, লালমোহন উপজেলা ফুটবল দল, তজুমদ্দিন উপজেলা ফুটবল দল ও চরফ্যাশন উপজেলা ফুটবল দল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান জাফর উল্যাহ চৌধুরী, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা, বিআরডিবি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শিমুল বাকলাইসহ বিভিন্ন উপজেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ রায়হানুজ্জামান।