অদ্য ০৫/০৭/২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টায় চটগ্রামের ঐতিহ্যবাহি ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এম আর সকারসে অত্যন্ত জাকজমকপূর্ণ ও মনোরম পরিবেশে উই ব্রাদার্সের প্রায় সকল সদস্য ভাইদের অংশগ্রহনে নবগঠিত উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটির সন্মানিত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরন করে অভিষেক অনুষ্ঠানের শুভসূচনা ঘোষণা করা হয়।তারপর প্রথমেই কোরান থেকে তেলওয়াত ও পরে আকর্ষণীয় ও সুস্বাদু বিশাল কেক কেটে সকল ভাইদের খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়,অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন উই ব্রাদার্সের প্রতিষ্ঠাতা ও সংগঠনের মূখপাত্র জনাব অহিদুন্নবী চৌধুরী বাবু।তিনি তার বক্তব্যে উই ব্রাদার্সকে আরো গতিশীল ও কার্যকর করে দেশ ও জাতীর বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকার উদ্ধৃত্ত আহবান জানান।এতে কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব গিয়াসউদ্দিন ভাই,জনাব এডভোকেট মোজাফফর ভাই, জনাব শরিফ উদ্দীন দিদার ভাই,জনাব আবুল মনসুর খোকন ভাই,জনাব মোশারফ ভাই,জনাব রমিজুল হাসান ভাই,জনাব কবির ভাই, জনাব শহিদ উদ্দীন ভাই,জনাব এডভোকেট ফরিদুল আলম ভাই,জনাব আনোয়ার ভাই, এডভোকেট আক্তার হোসেন ভাই,ফুটবলার নাছের ভাই, জনাব মামুন ভাই,ইয়ংদের আইকন মোহাম্মাদ সাকিব,জনাব হুমায়ুন রশিদ ভাই, মেজবাহ মহিবুল্লাহ সহ আরও অনেকেই,পরে মেজবান খাওয়া ও বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।সবশেষে বক্তারা কার্যকরী কমিটির উত্তর উত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
উই ব্রাদার্সের নব গঠিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ।
- সুমন সেন চট্টগ্রাম
- আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- ৬৩০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ