নতুন করে বিদেশী সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এবার চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে দেশটি। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে চীনের বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে জাপান। আসন্ন জি-৭ সম্মেলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
বুধবার পাবলিক ব্রডকাস্টার এনএইচের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে জাপান।
প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরঞ্জাম দিয়ে স্থানীয় চীনা সংস্থাগুলোকে সহায়তা করেছে সেসব প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এই নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর রপ্তানি নিষিদ্ধ করা হবে।
সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নির্ধারিত জি-৭ শীর্ষ সম্মেলনে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সোভিয়েত যুগের পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময় মস্কোকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহত্তর সামরিক শক্তি গঠনে সহায়তা করেছে।
উল্লেখ, মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে চীন এবং হংকং ভিত্তিক ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।