ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হলো আজ। প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যদ্বাণী করছে। খবর এনডিটিভির
দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।
এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।
মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১৪৩টি আসন। বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন।
জান কি বাতের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ সর্বাধিক ৩৬২-৩৯২টি আসন পাবে। আর বিরোধী জোট পাবে ১৪১-১৬১টি আসন।
এর পরেই রয়েছে ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্স। তারা বলছে, এনডিএ ৩৭১ টি আসন এবং ইন্ডিয়া জোট ১২৫ টি আসন পাবে।
এনডিএ-র পক্ষে সর্বনিম্ন স্কোর ২৮১-৩৫০ এবং ভারতীয় ব্লকের জন্য অনুরূপ উচ্চতর স্কোর ১৪৫-২০১।
মনে রাখতে হবে যে, এক্সিট পোল সব সময় ঠিক হয় না।