কুমিল্লার সদরে আ্ড়াইওড়া এলাকায় নকল চিপস ও উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় ।
আজ মঙ্গলবার (১৪মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভোক্তা ও বিএসটিআই-কুমিল্লার যৌথ উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় চলা অভিযান শেষে কারখানাটিতে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় । নকল চিপসের মোড়কের ৫টি রিল জব্দ করে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
ভোক্তা কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও ৮টি পণ্য নকল করে মোড়কজাত করে বিক্রি করছে। নকল মোড়কজাতকৃত পণ্যের মধ্যে হুবহু বম্বের সুইটস কোম্পানির মতো রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একই সাথে প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। ফলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।