রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় কিশোর গ্যাং লিডার মো: মিরাজ(২০) ও তার অন্য অন্য সহযোগী কিশোর গ্যাং সদস্যরা “ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর সামনে পটকা ফুটাতে থাকে। এতে হোটেল ম্যানেজার মো: শাহরিয়ার (২৬) বিরক্তি প্রকাশ করে এবং তাদের বাবা মা এর কাছে তাদের নামে অভিযোগ দিবে বলে জানায়,তখন তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে মিরাজ ও তার সঙ্গোপঙ্গ কিশোর গ্যাং সদস্যরা গত ০২/০৫/২০২৪ খ্রিস্টীয় তারিখে দা, কিরিচ, লোহার রড ইত্যাদি নিয়ে ” ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট” এ হামলা চালায় উক্ত হামলায় ম্যানেজার মো: শাহরিয়ার গুরুতর আহত হন পরবর্তীতে হোটেল মালিক বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনাটির সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। এছাড়াও গনমাধ্যমে ফলাও ভাবে প্রচারিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনার পর কিশোর গ্যাং লিডার মিরাজের সঙ্গে থাকা অন্য দুই সহযোগী পুলিশ কর্তৃক গ্রেফতার হলেও গ্যাং লিডার মিরাজ দ্রুত আত্মগোপনে চলে যান। তাই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেন র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর রংপুর।
তারই ধারাবাহিকতায় অদ্য ১২/০৫/২০২৪ খ্রিস্টীয় তারিখে দুপুর ০১ (এক) টার সময় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এক অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ঘটনায় কিশোর গ্যাং লিডার মো: মিরাজ (২০) কে আটক করে র্যাব-১৩, রংপুর