রংপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র মুন্সীপাড়া বাবর মিয়া নামের (৬৫) বছরে এক বৃদ্ধার মৃত্যুর। সংবাদ এলাকায় ছড়িয়ে পরেলে এবং স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে মর্মে দাফন কাফন জানাজা’র ব্যবস্থা পরিবারের লোকজ আয়জনের ব্যবস্থা করেন তবে স্থানীয় জনগণ এটা স্বাভাবিক মৃত্যু নয় হত্যা বলে কানা ঘুসা করতে থাকেন এবং অনেকে বলেছেন এটা একটি পরিকল্পিত হত্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশীর প্রতিবেদক কে জানায়, মৃত্যু বাবর মিয়ার শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়াছে। তাছাড়া তিনি সুস্থ মানুষ তার সাথে কিছুক্ষণ আগে কথাও হয়েছে বলেছে হঠাৎ করে কি হলো?
স্থানীয় এক স্কুল শিক্ষক প্রতিবেদকের নিকট বলে এখন তো ডিজিটাল যুগ অপরাধ করার সুযোগ নেই, লাশের ময়মা তদন্ত করলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে আর এই ৬৫ বছরের বৃদ্ধাকে কেনইবা তারা মারবে এটাও প্রশ্ন দেখা দিয়েছে তবে ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে থাকবে সবাই।প্রকৃত ঘটনা কি?
তবে কোতোয়ালি থানা পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আ আটক করেছেন।