দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে আটকা পড়া দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। খনিতে ধসের ঘটনা ঘটার পর সেখানে আটকা পড়েন তারা। এতদিন পর দুই শ্রমিকের বেঁচে আসাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরা। খবর এএফপির।
গত ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আটকে পড়ার পর নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন।
উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ফায়ার বিভাগের অফিসার লিম ইয়ুন-সুক বলেছেন, ‘তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। আমাকে বলা হয়েছে তারা এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’
ওই দুই শ্রমিককে যখন বের করে নিয়ে আসা হয় তখনও তাদের পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারেননি তারা জীবিত বের হয়ে এসেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় এমন সময় খনিতে আটকে পড়া দুইজন শ্রমিককে উদ্ধার করা হলো যখন দেশটি পদদলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক পালন করছে।