বিশ্বব্যাপী বাগ আক্রমণের শিকার হয়েছে ইনস্টাগ্রাম। মেটা মালিকানাধীন এই সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয় তারা বিষয়টি খতিয়ে দেখছেন। বাগ আক্রমণ হওয়ার কারণে অনেক ব্যবহারকারীই তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বার্তা পান বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি।
ডাউন ডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী—হাজারেরও বেশি ব্যবহারকারী এর কারণে আউটেজের শিকার হন। ইনস্টাগ্রামের অফিশিয়াল কমিউনিকেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, অনেকই তাদের অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি আমরা অবগত আছি। বিষয়টি খতিয়ে দেখছি এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা চাচ্ছি।
বিবিসি জানায়, এই ঘটনার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে এখনও কিছু ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে কিন্তু তারা অভিযোগ করেছে তাদের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি কমে গিয়েছে। কেননা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলো সাইট থেকে অদৃশ্য হয়ে গেছে।
গত সপ্তাহে মেটার আরও একটি প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আউটেজের শিকার হয়। আউটেজটি স্থায়ী ছিল দুই ঘণ্টা।
সবশেষে রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী আট ঘণ্টা আউটেজ থাকার পর প্ল্যাটফর্মটি বাগমুক্ত করা হয়।