অনুশীলনের সময় ফুটবল ফুটবল খেলতে গিয়ে চোট পান সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ইনজুরির আপডেট পাওয়া গেলেও অনুশীলনে সাকিব না থাকায় শঙ্কা কাটছিল না।
তবে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচে সাকিবকে একাদশে দেখতে পাওয়ায় কেটে গেছে সেই শঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব না দিলেও একাদশে ঢুকেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
একাদশে জায়গা পেলেও সাকিবের ফিটনেস নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। সেটিও দূর করে দিলেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা নাজমুল হোসেন শান্ত।
টসের সময় ধারাভাষ্যকার রাসেল আরনল্ডকে তিনি নিশ্চিত করেছেন সাকিব শতভাগ ফিট হয়েই মাঠে নামতে যাচ্ছেন।
শান্ত বলেন, “সাকিব শতভাগ ফিট আছেন। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি খেলবেন।”
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে সংগ্রহ করেছে ১৫৩ রান। বিনিময়ে তারা হারিয়েছে ৫ উইকেট।
আগামী ৭ অক্টোবর আফগানদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বাংলাদেশ।