ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশ মুখে থাকা হক বেকারি থেকে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণের পর এমন দাবি করেছেন কৃষি মার্কেট নতুন কাঁচা বাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন।
তিনি বলেন, রাত তিনটার দিকে নিরাপত্তা কর্মীরা এসে আমাকে জানান হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দেই। এর আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে, ততক্ষণে আগুন ছড়িয়ে যায়। পরে আরও পাঁচ-সাতটা গাড়ি এসেছে, এটা আগে এলে ক্ষতি কম হতো।
প্রথমে পানির সংকট থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। পরে আশে-পাশের বাড়ি থেকে পানি নেওয়া হয় বলেও জানান লিটন।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে। পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ৯টা ২৫ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) , বিজিবি, সেনা-নৌ-বিমান বাহিনী, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা।