নব্বই দশকে বিশ্বের তারকা সব ব্যাটারদের ত্রাস ছিলেন পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম। তবে নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষে তারকা এ পেসার ঝুঁকে পড়েছিলেন মাদকের জগতে। সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আত্মজীবনীমূলক বই। সেখানে মাদকের (কোকেন) কথা নিজেই স্বীকার করেছেন ওয়াসিম। তার এমন খবরে হতবাক ক্রীড়াপ্রেমি সব ভক্তরা।
ওয়াসিম আকরাম তার আত্মজীবনীতে লিখেছেন, ‘ক্রিকেট ছাড়ার পর কোনো বিষয়ে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছিলাম। দক্ষিণ এশিয়ার লোকজন সাধারণত কোনো নেশা এবং দুর্নীতিতে ডুবে থাকতে ভালোবাসে। এক রাতে তারা দশটা পার্টিতে যায়। আমারও সেই কাজ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।’
আকরাম আরো লিখেছেন, ‘সবচেয়ে বাজে ব্যাপার হলো কোকেনের ওপর একসময় নির্ভরশীল হয়ে পড়ি! ইংল্যান্ডে একটা পার্টিতে প্রথম কোকেন গ্রহণ করেছিলাম। ধীরে ধীরে অভ্যাস বেড়ে যেতে থাকে। একটা সময় মনে হতো, শারীরিক ক্রিয়াকলাপের জন্য কোকেন নিতেই হবে! হুমা একদিন আমাকে ধরে ফেলে। আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট দেখে বলে, তোমার সাহায্য দরকার। আমি রাজি হয়ে যাই।’
যদিও পরবর্তীতে প্রয়াত স্ত্রী হুমায়ের সাহায্যে নেশার জগৎ থেকে বেরিয়ে আসেন আকরাম। তিনি বলেন, ‘পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একটা থেকে দুটি, দুটি থেকে চারটি আমার কোকেন গ্রহণের পরিমাণ বেড়েই যাচ্ছিল। রাতে ঘুমাতে পারতাম না। ডায়াবেটিস বেড়ে যাচ্ছিল। সেটা খেয়ালই ছিল না। যে কারণে মাথা ব্যথা এবং মুড পরিবর্তন হতে থাকে। আমার গর্ব ভূলুণ্ঠিত হচ্ছিল। আমার প্রতি হুমার শেষ যত্ন ছিল মাদক থেকে আমাকে বের করে আনা। আমি সেটা পেরেছিলাম। তার পর থেকে আর ছুঁয়েও দেখিনি।’