নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫০ হয়নি, দক্ষিণ আফ্রিকা ম্যাচে তো অলআউট হয়ে গিয়েছিল ১০১ রান তুলতেই! জিম্বাবুয়ের বিপক্ষে এসে অবশেষে ১৫০ রানের দেখা পেল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ের টস জিতে বাংলাদেশ নেয় ব্যাট করার সিদ্ধান্ত। ইনিংসের প্রথম ওভারে স্ট্রাইকটা ছিল তার ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্তর কাছে। সেই ওভারের শেষ বলে এক রানসহ শান্ত তুললেন পাঁচ রান। দ্বিতীয় ওভারের শুরুতেই মারলেন চার, এরপরের বলে স্ট্রাইক গেল সৌম্য সরকারের কাছে।
সৌম্য প্রথম বলটা ঠেকালেও দ্বিতীয় বলেই সর্বনাশটা ডেকে আনলেন নিজের। অফ স্টাম্পের বাইরের বলে তিনি অনেকটা হাফ শট খেলেই উইকেট দিয়ে এসেছেন তিনি। তাতে বাংলাদেশ উইকেট খোয়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই।
লিটন দাস এরপর উইকেটে এসে হাত খোলার চেষ্টা করেন, ওপাশে শান্তর ক্রমাগত ডট চাপটা সরাতেই কি-না, ইনিংসের ষষ্ঠ ওভারে আরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন তিনি। সে চেষ্টা সফল হয়নি তার।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 
























