ঢাকা থেকে প্রকাশিত মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক হিসাবে নিয়োগ পেলেন সাংবাদিক রকিবুজ্জামান। গত বৃহস্পতিবার (১ জুন) পোর্টালটির প্রকাশক ও সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন।
এদিকে রকিবুজ্জামান মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টাল পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একই সাথে সাংবাদিক রকিবুজ্জামান বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) এর রিপোর্টার এবং জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার মাদারিপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
নির্বাহী সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে রকিবুজ্জামান বলেন যে, ‘মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক মহোদয় আমার ওপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি। এজন্য আমি মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।পাশাপাশি তাদের এই আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে মাদারীপুরসময় ডটকম’কে সামনের দিকে আরো এগিয়ে নিতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
নির্বাহী সম্পাদকের দায়িত্ব পাওয়ায় রকিবুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পোর্টালটির প্রকাশক ও সম্পাদক মাজহারুল ইসলাম এবং মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালের পরিবারবৃন্দ।
উল্লেখ্য যে, মাদারীপুরসময় ডটকম অনলাইন পোর্টালটি গুটি গুটি পায়ে ৩ বছর পূর্ণ করে ৪ বছরে পদার্পণ করছে। এরই মধ্যে মাদারীপুরসময় ডটকম তার বস্তুনিষ্ঠ, পক্ষপাতহীন, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সংবাদের মাধ্যমে পাঠকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। মাদারীপুরসময় ডটকম এর এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান অনলাইন পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম।