আগুনের ফুলকি দেখা দেওয়ায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর প্লেন। শুক্রবার (২৮ অক্টোবর) ইন্ডিগোর ফ্লাইট 6E-2131 দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।
বিমানটির ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যায় বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রিয়াঙ্কা কুমার। তিনি টুইট করেন ভিডিওটি। লেখেন, ‘দিল্লি রানওয়েতে ভয়ঙ্কর অভিজ্ঞতা’।জানা গেছে, ওই ফ্লাইটে ১৮৪ জন ছিলেন। এর মধ্যে ১৭৭ জন যাত্রী আর সাত জন ক্রু। সবাইকে নিরাপদে প্লেন থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। ওই তরুণী এনডিটিভিকে জানিয়েছেন, পাঁচ-সাত মিনিটের মধ্যে ওই ফ্লাইটির ওড়ার কথা ছিল। প্লেনের জানালা দিয়ে তিনি দেখেন, আগুনের ফুলকি ছড়াচ্ছে। দ্রুত তা বাড়তে থাকে। এর কয়েক মুহূর্তের মধ্যে প্লেনটি থামানো দেওয়া হয়। পাইলট তাদের জানান, ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে।
প্রিয়াঙ্কা বলেন, আমরা তখনও বিমানে বসেছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। দমকলের কর্মীরাও আসেন। পার্কিং বে’য় নেওয়া হয় প্লেন। ইন্ডিগো আমাদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে। প্রাথমিকভাবে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে বিমানের ক্রুরা আমাদের আশ্বস্ত করেন। আমাদের পানি দেন। আমাদের মধ্যে অনেক প্রবীণ ও শিশু ছিলেন। সবাই নিরাপদ আছেন।