স্টাফ রিপোর্টার, ঢাকা
এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ ( ইআরডিএফবি) উদ্দ্যোগে গতকাল আন্তজার্তিক মাতৃভাষা ইন্সটিটিউট এ অদম্য বাংলাদেশ অর্জন সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর ড. সেলিনা আখতার এর পাশে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটেল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, ড. মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিঊট এর ডিজি প্রফেসর ড. হাকিম আরিফ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর ড. সেলিনা আখতার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শিরিন আখতারসহ শিক্ষা ও গবেষনার সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেনী প্রশার অতিথি হিসিবে উপস্থিত ছিলেন।