আজ ১৬ মে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ডা: ইলিয়াছ একাডেমিতে সাম্প্রদায়িক সহিংসতা,জঙ্গিবাদ ও দাঙ্গা প্রতিরোধে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, এনএসআই এর উপপরিচালক মো: আজমুল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম চৌধুরী, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সব ধর্ম-গোত্র-বর্ণের মানুষ মিলে সুন্দর বানিয়াচং গড়ে তুলতে হবে।