০৮ এপ্রিল ২০২৫ খ্রি রোজ মঙ্গলবার বেলা ৩.০০ টায় উপজেলা পরিষদ হলরুমে নড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক গণের অংশ গ্রহণে আসন্ন এস এস সি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু,সুন্দর ও শান্তি পূর্ণ পরিবেশে গ্রহণের নিমিত্তে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জনাব লাকি দাস,নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসলাম উদ্দিন মোল্লা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফজলুল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কাজী সানোয়ার হোসেন, মূলফৎগন্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব ও অধ্যক্ষ জনাব বি এম মোস্তফা কামাল,মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জনাব ফরিদ আহমেদ,নড়িয়া বিহারি লাল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব,প্রধান শিক্ষক এবং অনুষ্ঠানের পরিচালক জনাব মিন্টু চন্দ্র রায়,বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ নূরুল আমিন রতন,পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জনাব মোঃ মোসলেহ উদ্দীন মৃধা,অতিরিক্ত কেন্দ্র সচিব ও নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওবায়দুল হক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ)এর উপজেলা সাধারণ সম্পাদক ও ত্রিপল্লী ডাঃ কে এ জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ ফজলুল হক ও বি টি এ র সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন সূত্রে জানা যায়,এই বৎসর নড়িয়া উপজেলার মোট ২৭ টা স্কুল ও ০৬ টি মাদ্রাসার ০৪ টি ভেনু ০১ টি মাদ্রাসা ও ০৪ টি মূল কেন্দ্র সহ মোট ০৯ টি কেন্দ্রে ২ হাজার ৮ শত ০৩ জন শিক্ষার্থী আসন্ন এস এস সি ও দাখিল পরীক্ষা ২০২৫ খ্রি অংশ গ্রহণ করবে।
মতবিনিময় সভার সভাপতি, প্রধান অতিথি,সকল কেন্দ্রের সভাপতি ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে বলেন,শান্তি পূর্ণ,সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের নিমিত্তে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।তিনি আরো বলেন,কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার কঠিন শাস্তি হবে।এমন কি এতে তার চাকরিও হারানোর সম্ভাবনা থাকতে পারে। অতঃপর তিনি সকল কে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আগামী ১০ এপ্রিল থেকে এস এস সি ও দাখিল পরীক্ষা
-
মু আ হা ইবনে জালাল, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় ০৮:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- ৫২৪ বার পড়া হয়েছে