গোপালগঞ্জ গণপূর্ত জোন কর্তৃক আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপি গণপূর্ত জোন, সার্কেল ও বিভাগস্থ অফিস প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করা হয়। সকাল ১০.৩০ ঘটিকায় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো. খালেকুজ্জামান চৌধুরি বক্তব্যর মধ্যে দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই আমাদের অফিস ও কোয়ার্টার কম্পাউন্ডসমূহ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
পরে গোপালগঞ্জ জোনের আওতাধীন সার্কেল, ই/এম পিএন্ডডি বিভাগ, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করেন।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. বাহাদুর আলী, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্নেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গোপালগঞ্জ গণপূর্ত জোন কর্তৃক অফিস কম্পাউন্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৯:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- ৫২৫ বার পড়া হয়েছে