আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর দিক নির্দেশনায় শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির এর নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানা” গোপন সংবাদের ভিত্তিতে।
আজমিরীগঞ্জ থানাধীন ০৫নং শিবপাশা ইউ/পি’র অন্তর্গত পশ্চিমভাগ সাকিনস্থ জবান উদ্দিন চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় তিন তলা বিশিষ্ট ভবনের ছাদের উপর দারোয়ানের থাকার ফাকা কক্ষে ইং ১৩/১০/২০২২ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলা অবস্থায় আসামী ১। আবুল মিয়া (২১) পিতা- মোঃ সঞ্জব আলী ২। সানোয়ার মিয়া (২০) পিতা- মৃতঃ ফুল মিয়া ৩।
মোহামিন (২০) পিতা- সাবাজ মিয়া, ৪। সুজন মিয়া (২৪) পিতা- আবুল মিয়া, সর্ব সাং- পশ্চিমভাগ (ধানুহাটি), ০৫নং শিবপাশা ইউ/পি, থানা- আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জদের গ্রেফতার করা হয়। আসামীদের দখল হইতে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩৬০/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি তাস জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।