রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালি ইউনিয়নের খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ভোট।গ্রহণ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকাশ নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানাগেছে।
স্হানীয় সূত্রে ও মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বরাত দিয়ে জানাজায় খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির ভোটকে কেন্দ্র করে ভোটার হালনাগাদ হচ্ছিল। কিন্তু একটি পক্ষ ১৮ টি অবৈধ ভোটার করার চেষ্টা করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর ইসলাম তা মানতে রাজি হননি। এই নিয়ে একটি পক্ষ সকাল থেকে দেশী অস্ত্র লাঠি বল্লম নিয়ে বিদ্যালয়ে অবস্থান করে।
বেলা সাড়ে ১২ টার দিকে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ে আসার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে বল্লম ছুড়তে থাকে অন্য পক্ষের লোকজন। ওই ছোরা বল্লম গিয়ে লাগে আকাশের গলায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। স্কুলের আসা লোকজন জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে স্কুলে অবস্থানরত লোকজন ওসি আব্দুল আউয়াল কে অবরুদ্ধ করে রাখে। এতে পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে পীরগঞ্জ থানার এসআই নুরুল ইসলামসহ অনেকেই আহত হন।
মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান দৈনিক আমাদের মাতৃভূমি কে জানায়,সংঘর্ষে ছেলেটি মারা গেছে। পরিস্থিতি এখন শান্ত এলাকায় কোন সমস্যা নেই।