কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। আজ দুপুরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরির্দশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ মালিক এম,পি এ কথা বলেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য সচিব (সেবা) বিভাগের ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে, একই বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অাবুল বাশার খুরশিদ আলম, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক সাবেক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটুচন্দ্র শীল সহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
মন্ত্রী সকালে সাবরাং ইউনিয়নের কোয়ান ছড়ি পাড়া নব নির্মিত কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করেন।