সর্বজনীন শারদীয় দুর্গো উৎসব ২০২২ উপলক্ষে, বরগুনা জেলা আওয়ামী লীগ সদস্য এস এম মশিউর রহমান সিহাব এর উদ্যোগএ অসহায় দুঃস্হদের মাঝে মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) শুক্রবার, বরগুনা শিল্পকলা একাডেমিতে শারদীয় দূর্গো উৎসব ২০২২ উপলক্ষে অসহায় সুবিধা বঞ্চিত প্রায় ২ হাজার নারী-পুরুষের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান (জেলা প্রশাসক, বরগুনা), বিশেষ অতিথিঃ অ্যাড. কামরুল আহসান মহারাজ (মেয়র, বরগুনা পৌরসভা), সভপতিঃ জনাব মশিউর রহমান শিহাব (সদস্য,জেলা আওয়ামী লীগ বরগুনা) অনন্য দের মধ্য উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেল হাফিজ,জেলা মৎস লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজিব প্রতি বছরের ন্যায় এবারও জনাব মশিউর রহমান শিহাব (সদস্য,জেলা আওয়ামী লীগ বরগুনা) হিন্দু অসহায় লোকজনের মধ্যে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন।