সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাজিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিধান চন্দ্র দের নিজ অর্থায়নে এলাকার লোকজনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
(২৮ সেপ্টেম্বর) বুধবার ওনার নিজ বাড়িতে ইউনিয়নেনের অসহায় সুবিধা বঞ্চিত প্রায় ২০০ জন নারী-পুরুষের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোবাশ্বির আলী, পূজা উদযাপন পরিষদ হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি বিধান চন্দ্র দের সভাপতিত্বে ও শামসুজ্জামান সুজনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক পিনাক চন্দ্র দে।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাধন পুর হাই স্কুলের প্রধান শিক্ষক আক্রম আলী, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, লোকেশ চন্দ্র দাস, কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম, এএসআই আব্দুর নূর, ইউপি সদস্য শাইস্তা মিয়া, সাবেক ইউপি সদস্য সাদেক আলী, ডা, সুদানন্দ দাস, পবিত্র চন্দ্র দে, এটিএম উচ্চ বিদ্যালয় শিক্ষক রামকৃষ্ণ, প্রবাসী সায়েদ আহমদ নুর, সমাজসেবক আনার আলী আফতাব, আব্দুল বাসিত আনার, ডা, পুলকেশ নাথ।
সমাজসেবক মখলিছ মিয়া, সামসু মিয়া, রইছ আলী, মায়া মিয়া, প্রবিন্দ্র দে সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও বিধানচন্দ্র দের পরিবারের নিজ উদ্যোগে এলাকার হিন্দু- মুসলিম অসহায় লোকজনের মধ্যে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।