তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবিএল)।
সম্প্রতি গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এমটিবিএল-এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, স্মার্ট টেকনোলজিসের ক্যাশ ম্যানেজমেন্টে এমটিবিএল-এর ‘এমটিবি ই-ব্যাংক ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস’ ব্যবহৃত হবে। ফলে, স্মার্টের ক্যাশ লেনদেনগুলো আগের অনেক বেশি অটোমেটেড হবে।
চুক্তি সম্পর্কে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এমটিবিএল এর মাধ্যমে লেনদেন করে আসছি। এখন পর্যন্ত ব্যাংকটির সেবায় আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশা করবো, ‘এমটিবি ই ব্যাংক’ সেবা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে আরো বেশি দ্রুততর করতে সক্ষম হবে।