আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা অনুযায়ী রাজউক কর্তৃক আবাসিক হিসেবে অনুমোদিত ভবনে যথাযথ শ্রেণির অকুপেন্সি সার্টিফিকেট ব্যতীত বাণিজ্যিক হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেট গ্রহণ করা আবশ্যক। ইতিপূর্বে এ বিষয়ে একাধিকবার ডেসকো তাদের গ্রাহকদের নোটিশ দিয়েছে। নোটিশের জবাবে অনেক গ্রাহক অকুপেন্সি সার্টিফিকেট দিলেও কিছু গ্রাহক অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া আবাসিক স্থাপনায় বাণিজ্যিক ব্যবহার অব্যাহত রেখেছেন।
বর্ণিত বিধিমালার আলোকে ডেসকো আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারকারী গ্রাহকগণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান রেখেছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে আবাসিক গ্রাহকদের যথাযথ শ্রেণির অকুপেন্সি সার্টিফিকেট জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, আমাদের এ বিদ্যুৎ বিচ্ছিন্ন কার্যক্রম আগে থেকেই শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে রিটসহ বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা বরাবরই চেষ্টা করছি সার্টিফিকেট প্রদানের বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে।