মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফে কোষ্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যেগে সেন্টমার্টিন ছেড়া দ্বীপ এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে ১লাখ ৭০ হাজার পিস ইয়াবা সহ ৬ জন পাচারকারী কে আটক করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীস্থ কোস্টগার্ড পূর্ব জোন ষ্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, টেকনাফ মাদকদ্রব্য বিশষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল ও কোষ্টগার্ডের লেঃ কমান্ডার আশিক আহম্মদ। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ গভীর রাতে মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে মর্মে সংবাদের ভিত্তিতে অবস্থান গ্রহন করি।
রাত ৩ ঘটিকার সময় মিয়ানমার সীমান্ত হতে একটি ফিশিং বোট বাংলাদেশে প্রবেশ কালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু পাচারকারীরা বোটটি না থামিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার জন্য চেষ্টা করলে ধাওয়া করে বোটটি আটক করা হয। পরবর্তীতে বোটে তল্লাশী চালিয়ে ১টি বস্তা হতে ১লাখ ৭০ হাজার পিস ইয়াবা সহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা সকলেই মিয়ানমারের নাগরিক। আটককৃত পাচারকারীদের কে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।