রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে আলোচনা করেন জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সহসভাপতি জাকির হোসেন, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সদস্য মাহফুজুর রহমান, রাজবাড়ী বিসিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহমেদ, এনজিও ফেডারেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সমিরউদ্দীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী সবুজ হোসেন, রাজবাড়ী মুক্তআনন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, জেলা উদীচীর পাঠাগার বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু, জেলা স্কাউড লিডার নুরুন্নাহার রুপা ও শিক্ষার্থী প্রতিনিধি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, ‘বাজারের যে কোন পণ্যের সরকার নির্ধারিত দাম এবং মোড়কজাত পণ্যের গায়ে দেওয়া দামের চেয়ে ১ টাকা বেশি দাম রাখলেও ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করতে পারবে। এটি অনলাইন বা কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করা যায়। ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়মিত বাজারে বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি লিখিত অভিযোগ গুলোকে শুনানীর মাধ্যমে মীমাংসা করে আসছে। শুধু মাত্র আইন দিয়েই এই অপরাধ দমন করা যাবে না। এই অপরাধ দমন করার জন্য আমাদেরকে ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। আর এজন্য বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে সহযোগিতা করতে হবে। সেজন্যই আজ আমাদের এই সেমিনার। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের জনবল সংকট রয়েছে। আমরা প্রত্যেকই একজন ভোক্তা। তাই আমাদের মাঝেই বেশি সচেতনতা বাড়াতে হবে।
রাজবাড়ীতে ভোক্তার সচেতনমূলক সভা অনুষ্ঠিত
-
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি
- আপডেট সময় ১১:১৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৫৩২ বার পড়া হয়েছে