যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) – বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রযুক্তি সংগঠন JUST Robo Society এর ২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব খন্দকার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (BME) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইনজামামুল হক শিশির।
কমিটি ঘোষণার পর সভাপতি সাকিব খন্দকার বলেন,
“JUST Robo Society শুধুমাত্র একটি ক্লাব নয়, এটি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের এক আশ্রয়স্থল। এই সংগঠনের মাধ্যমে আমরা সবসময় নতুন কিছু শেখার এবং প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পেয়ে থাকি। আমি বিশ্বাস করি, আমাদের নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে JUST Robo Society কে একটি আন্তর্জাতিক পর্যায়ের প্ল্যাটফর্মে উন্নীত করতে সক্ষম হবে। সকলের সহযোগিতা থাকলে আমরা প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেলে ধরতে পারব।”
উল্লেখ্য, JUST Robo Society দীর্ঘদিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছে। সংগঠনটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকে।