সাদুল্লাপুরে বাঙালীর ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকের দীর্ঘদিনের লালিত কৃষ্টি-সংস্কৃতিকে ঢাকঢোল পিটিয়ে নানা ফেস্টুন হাতে অনাড়ম্বর পরিবেশের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন করেন উপজেলা প্রশাসন বিএনপি ও তার অঙ্গসংগঠন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর মেলবন্ধনে এক বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।
এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর প্যাভিলিয়নে বাঙ্গালীর লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মধ্যে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মোঃতাজ উদ্দীন খন্দকার বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা অনুষ্ঠান সঞ্চালনা করেন পাট কর্মকর্তা মিথুন সরকার।