ভোলার বোরহানউদ্দিন পৌর শ্রমিক দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মহিউদ্দিনের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত মহিউদ্দিন হান্নান জানান, বিগত ৭/৮ বছর পূৃর্বে আমি জাকির মাস্টারের ভাই শাহীন রাঢ়ীর (কুতবা ৬ নং ওয়ার্ড) নিকট ১ লক্ষ ৬৪ হাজার টাকার সোফা, পর্দা, মেটটেক্স, চেয়ার বিক্রি করি। বিভিন্ন সময় টাকা চাইলে আমাকে নানান রকম হুমকি ও ডেট দিয়ে দিয়ে সময় কাটায়। গতকাল (১৩ এপ্রিল ২০২৫) বিকেলে আমার দোকানের সামনে তার সাথে দেখা হলে আমি টাকা চাইলে আমাকে কিসের টাকা বলে উত্তপ্ত বাক্যে কথা বলে। এক পর্যায়ে আমার দোকানের চেয়ার দিয়ে আমার মাথায় ও হাতে আঘাত করে। এ সময় তার সাথে থাকা তার ভাতিজা ও বোন জামাইসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা করে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কে এম রেজাউল হাসান জানান, শরীল বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আঘাতে ডান হাতের কব্জি ভেঙে গিয়েছে। শাহীন রাঢ়ীর মুঠোফোনে কল দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার উপর হামলার অভিযোগ
-
রিয়াজ ফরাজি
- আপডেট সময় ১২:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ৫৩৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ