(১৩ এপ্রিল রবিবার) বগুড়ার গাবতলীতে ফজলে রাব্বী (১৭) নামের এক
এসএসসি পরীক্ষার্থীকে এলোপাতারীভাবে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি ঠাকুরচক গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফজলে রাব্বী পীরগাছা হাইস্কুল থেকে এবারের
এসএসসি পরীক্ষা দিচ্ছে। ১১এপ্রিল পীরগাছা বাজার হতে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে রামেশ্বরপুর ইউপির ইছামতি ব্রীজের কাছাকাছি পৌঁছালে সুলতান ও তাজেলসহ অজ্ঞাত ৬/৭জন মাদক সেবনকারী ফজলে রাব্বীর মুখ মন্ডল ও দু’চোখে এলোপাতারী ছুরিকাঘাত করে এবং কিলঘুষি ও লাঠি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতরভাবে জখম করে। ফজলে রাব্বীকে আশঙ্কাজনক অবস্থায় গাবতলী হাসপাতালে
ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফজলে রাব্বীর বাবা বাদী হয়ে সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামের মৃত খোকার ছেলে সুলতান ও মৃত রফিকের ছেলে তাজেলকে অভিযুক্ত করে অজ্ঞাত ৬/৭জন বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানার কর্তব্যরত পুলিশ অফিসার এ এস আই আফরোজা খাতুন জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বগুড়া গাবতলী এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
-
আহসান হাবিব শিবলু, গাবতলী,বগুড়া
- আপডেট সময় ০৭:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ৫২৮ বার পড়া হয়েছে