মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযানে এক দালালকে আটক করা হয়েছে।
এসব দালালরা শিবচর হাসপাতালে চিকিৎসা নেওয়া দূর দূরান্ত থেকে আগত খেটে খাওয়া সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে নিয়ে টেস্ট বাণিজ্যের নামে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।
সাধারণ রোগীরা সর্ব শান্ত হয়ে চিকিৎসা না পেয়েই চলে যায়।
পরবর্তী সময়ে তাদের কাছে ঔষধ কেনার মত টাকাও থাকে না।
এমনকি গাড়ি ভাড়ার টাকাটাও থাকে না।
এসব অমানবিক কাজের বিরুদ্ধে অভিযান চলমান রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।।
ভুক্তভোগীরা বলেন আমরা এই দালালদের জন্য এবং ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির জন্য হাসপাতালে চিকিৎসা নিতে আসতে ভয় পাই,,
আমার দালাল মুক্ত হাসপাতাল চাই,, আমরা যেন আর হয়রানির শিকার না হই৷,, সেনাবাহিনীর কাছে আমাদের আকুল আবেদন।।