জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) বিকেলে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে ক্রীড়া সংগঠন উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা অংশ নেয়। নির্ধারিত সময়ে উপজেলা একাদশ-পৌরসভা একাদশ ম্যাচ গোলশূন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে পৌরসভা একাদশ কে হাড়িয়ে উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়। ম্যাচে বোরহানউদ্দিন উপজেলার অভিজ্ঞ দুই খেলোয়াড় অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা একাদশের হয়ে দায়িত্ব পালন করেন আতিফ আসলাম রুবেল এবং পৌরসভা একাদশের হয়ে আশ্রাফ আলী সবুজ। ম্যাচ পরিচালনা করেন, বোরহানউদ্দিনের অভিজ্ঞ রেফারি ফয়েজউল্ল্যাহ ফয়েজ নোবেল ও জয় বৈদ্ধ। ম্যাচটির ধারাবিবরণী করেন যৌথভাবে মাহফুজ খাঁন ও রায়হান পারভেজ। শত শত দর্শক এ সময়ে খেলা উপভোগ করেন। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড় সহ টিম ম্যানেজমেন্টের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলার সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, যুগ্ম আহবায়ক শহীদুল আলম নাসিম কাজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, পৌর যুবদল আহবায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, আলফাজ ইসলাম জেনি, শাহিন হাওলাদার, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় অধ্যক্ষ জাকারিয়া আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাকিল আখন, ছাত্র প্রতিনিধি মোঃ শাকিল আহমেদ প্রমুখ। এ সময়ে তারা তারুন্যের অংশগ্রহণে খেলাধুলার মানোন্নয়নে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করায় এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান কে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে খেলাধুলার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বোরহানউদ্দিন জাতীয় ক্রীড়া দিবসে উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
রিয়াজ ফরাজি
- আপডেট সময় ০৮:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- ৫১৮ বার পড়া হয়েছে