পিরোজপুরের মঠবাড়িয়ায় বিল্ডিংয়ের সামনের বেলকুনির গ্রিল কেটে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হলতা গ্রামে সৌদি প্রবাসী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন পিরোজপুর জেলার সহ-সভাপতি মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বসতঘরে। প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর হলতা গ্রামের বাসিন্দা ফরিদ মাতুব্বরের ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী প্রবাসীর বাবা ফরিদ মাতুব্বর জানান, আমার দুই ছেলে মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর ও গিয়াস মাতুব্বর পরিবারের লোকজন নিয়ে একত্রে বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে আমরা ঘুমিয়ে পরি। হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে ডাকাতের একটি দল আমাদের রুমে প্রবেশ করে এবং আমাদের সবাইকে পেছন হাত নিয়ে বেঁধে ফেলে। পরে তারা নিচ তলা ও দুই তলার বিভিন্ন রুমে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার। পরে বিষয়টি জানার পরে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে পড়েছেন। এলাকাবাসী জানান, এমন একটি দুর্ধর্ষ ডাকাতি আমরা কখনও দেখিনাই। ডাকাতের দল কৌশলে প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বাসায় ডাকাতি করেছেন। এমনই যদি হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়। আমরা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতদল চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সহ মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি
-
আঃ রহমান আল নোমান (পিরোজপুর)
- আপডেট সময় ০৬:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- ৫২৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ