(৮ এপ্রিল মঙ্গলবার) বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথায় মুক্তমঞ্চে ইসরায়েলি পণ্য বর্জণ ও ফিলিস্তিনিদের ওপর বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এর সঞ্চালনায়।
আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সরকার মুকুল, সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান শুভ। শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী সহ উপজেলা জেলা ও উপজেলার বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা তাদের বক্তব্যে, ইসরায়েলের সকল পণ্য বয়কট ও ফিলিস্তিনের ওপর নির্মম গণহত্যা বন্ধের দাবি জানা। বগুড়া জেলা ছাত্রদলের এই বিক্ষোভ টিতে বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।