গাজীপুরের শ্রীপুরে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৫ সোমবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা এবং সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসাইন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমেদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নওশাদ মুস্তাক, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিব উদ্দিন সগির, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউছার আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাজ্জাদ সাহাদ এবং কলেজ ছাত্রদলের সদস্য নাঈম, তোফায়েল, রানা, আরিফ, রাহাত, ফাহিম, রিয়াদ, আল-আমিন, সাদ্দাম, সাজিদ, সবুজসহ বহু সংখ্যক শিক্ষার্থী ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে শিশু, নারীসহ হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও কিছু মুসলিম দেশের উদাসীনতায় এই গণহত্যা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় মানবতার পক্ষে, ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।
ইনশাল্লাহ।।