‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’এই প্রতিপাদ্যে মঙ্গলবার দুপুরে সপ্তাহব্যাপী (৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল) পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার নীলকমল বারতহবিল চরে এক আলোচনা সভা ও নৌ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, হাইমচর উপজেলা জাটকা ইলিশের প্রধান বিচরণ ক্ষেত্র। প্রতি বছর বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা এখানে মাছ ধরতে আসে। তবে এ বছর তাদের আগমন ঠেকাতে প্রশাসন সক্ষম হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাইমচর উপজেলার কয়েকটি ইউনিয়নের কিছু ইউপি সদস্য জাটকা ইলিশ নিধনের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন। তাদের উদ্দেশে প্রশাসনের স্পষ্ট বার্তা হলো, নদীতে কোনো জেলে মাছ ধরতে নামলে সেই মাস্টারমাইন্ড ইউপি সদস্যদের তালিকা ধরে ধরে মামলা দায়ের করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, নীলকমল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনির শিকদারসহ মৎস্য প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।