শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় উপজেলা,পৌর ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মাঠে ৫ শহশ্রাধিক রোজাদার,সাধারণ মুসল্লী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় উপজেলা বিএনপি আহবায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম. মোছাব্বির আলী মুন্নার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু,
পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান,সদস্য উপজেলা বিএনপি মকসুদ আলী, সদস্য মশিউর রহমান রিপন, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝারু, সদস্য সচিব টিটু আহমেদ,উপজেলা স্বেচ্ছাসবকদল আহবায়ক বেলাল আহমদ, তাঁতীদলের আহবায়ক সবুজ মিয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসান লুপ্পা, উপজেলা ছাত্রদল আহবায়ক জালাল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমদ প্রমুখ।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্ততা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বিএনপির সকল প্রয়াত নেতাকর্মীদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য রোজা মাস ব্যাপী এরকম ইফতার মাহফিল বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অনুষ্ঠিত হয়েছিল। আজকের ইফতার মাহফিল সর্বশেষ ছিল।